১/ সৌদিয়া কাউন্টার অথবা কাস্টমার কেয়ার ছাড়া কোন দালালের হাত থেকে টিকিট ক্রয় করবেন না।
২/ গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকবেন
৩/ অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না ।
৪/ জানালার পাশে অথবা জানালা খোলা অবস্থায়-জ্যামে থাকাকালীন সময় মোবাইল ব্যবহার করবেন না করলেও জানালা লাগিয়ে ইউজ করার চেষ্টা করবেন ।
৫/ নিজের সকল ধরনের মালামাল নিজ দায়িত্বে রাখুন।
৬/ মোবাইল মানিব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখুন ।
৭/ গাড়িতে থাকা দায়িত্বশীল স্টাফ দের সাথে ভালো ব্যবহার করুন-দিনশেষে তাদের মাধ্যমেই আপনার আমার প্রিয়জনদের কাছে যেতে সক্ষম হই ।