Sajek Travel Group
Sajek Travel Group
Adventure Travel

আলুটিলা পর্বত ও রহস্যময় গুহা: খাগড়াছড়ির আকর্ষণীয় স্থান

06/07/2025
আলুটিলা পর্বত ও রহস্যময় গুহা: খাগড়াছড়ির আকর্ষণীয় স্থান

আলুটিলা, স্থানীয়দের ভাষায় ‘মাতাই হাকর’, খাগড়াছড়ির একটি ব্যতিক্রমী পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি খাগড়াছড়ি শহর থেকে ৮ কিমি পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উঁচু। এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। আলুটিলা নামের পেছনে রয়েছে একটি গল্প—এই পাহাড়ে একসময় প্রচুর বুনো আলু পাওয়া যেত, যা খেয়ে স্থানীয়রা কঠিন সময় পার করতো। তাই পাহাড়টির নাম হয়ে যায় ‘আলুটিলা’।

আলুটিলার মূল আকর্ষণ হলো এর রহস্যময় প্রাকৃতিক গুহা, যাকে বলা হয় ‘মাতাই হাকর’ বা দেবতার গুহা। প্রায় ৩৫০ ফুট লম্বা এই গুহাটি ভূ-গর্ভস্থ টানেলের মতো, যার ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না। তাই পর্যটকদের মশাল বা টর্চলাইট নিয়ে প্রবেশ করতে হয়। গুহার ভেতরে পিচ্ছিল পাথর আর ঠান্ডা বাতাস ভ্রমণকারীদের দেয় রোমাঞ্চকর অভিজ্ঞতা। গুহাটির ভেতর দিয়ে হেঁটে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগে প্রায় ১০-১৫ মিনিট, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা।

 

Share

Your Travel Journey Starts Here

Sign up and we'll send the best deals to you