Sajek Travel Group
Sajek Travel Group
Adventure Travel

রিছাং ঝর্ণা: খাগড়াছড়ির এক প্রকৃতির মাধুর্য

06/07/2025
রিছাং ঝর্ণা: খাগড়াছড়ির এক প্রকৃতির মাধুর্য

খাগড়াছড়ি শহর থেকে মাত্র ১০-১১ কিলোমিটার দূরে সাপমারা গ্রামে অবস্থিত রিছাং ঝর্ণা একটি মনোমুগ্ধকর পাহাড়ি জলপ্রপাত। প্রায় ১০০ ফুট উঁচু এই ঝর্ণাটি মারমা ভাষায় নামকরণকৃত, যেখানে "রিং" মানে পানি এবং "ছাং" মানে উঁচু স্থান থেকে গড়িয়ে পড়া। ঝর্ণার শব্দ বর্ষাকালে দূর থেকেই কানে আসে। মূল রাস্তা থেকে প্রায় ২৩৫ ধাপের সিঁড়ি বেয়ে নিচে নামলেই চোখে পড়ে ঝর্ণার নয়নাভিরাম দৃশ্য। উঁচু পাহাড়, সবুজ বনরাজি আর ঝর্ণার শব্দ মিলিয়ে এখানে এক অন্যরকম শান্তি ও রোমাঞ্চের অনুভূতি জন্ম নেয়।

রিছাং ঝর্ণার প্রধান আকর্ষণ হলো এর ঢালু পাথরের উপর দিয়ে পানি গড়িয়ে পড়া, যা প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের মত মনে হয়। ঝর্ণা পর্যন্ত যাওয়ার পুরো পথটিই দারুণ উপভোগ্য—পাহাড়ি ঢালু রাস্তা, সিঁড়ি, আর চারপাশে বিস্তৃত সবুজে ঘেরা পরিবেশ একে করে তোলে পর্যটকদের প্রিয় গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঝর্ণাটি খাগড়াছড়ি ভ্রমণে অবশ্যই ঘুরে দেখার মতো একটি স্থান।

 

Share

Your Travel Journey Starts Here

Sign up and we'll send the best deals to you