Sajek Travel Group
Sajek Travel Group

রুইলুই পাড়া: সাজেক ভ্যালির প্রাণকেন্দ্র

06/07/2025
রুইলুই পাড়া: সাজেক ভ্যালির প্রাণকেন্দ্র

সাজেকে প্রবেশের পর প্রথম যে পাড়াটি চোখে পড়ে সেটিই রুইলুই পাড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭২০ ফুট উঁচুতে অবস্থিত এই পাড়াটি ১৮৮৫ সালে গঠিত হয় এবং এটি সাজেকের সবচেয়ে জমজমাট অঞ্চল। অধিকাংশ রিসোর্ট, কটেজ এবং পর্যটকদের সুবিধা এই পাড়াতেই পাওয়া যায়। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকা ফুলে-ভরা রিসোর্ট আর মেঘেদের ভেসে চলা যেন এক জীবন্ত ক্যানভাস। সকালের নরম আলোতে মেঘের সাগরে হারিয়ে যাওয়া আর বিকেলে হ্যালিপ্যাড থেকে সূর্যাস্ত দেখা—সব মিলিয়ে রুইলুই পাড়া হয়ে উঠেছে সাজেক ভ্রমণের অপরিহার্য অংশ।

সন্ধ্যায় রুইলুই পাড়া নতুন রূপে জেগে ওঠে—রিসোর্টে লাল-নীল আলো, সড়কে হাঁটাহাঁটি, আর তরুণদের আড্ডা মিলিয়ে রোমান্টিক পরিবেশ তৈরি হয়। রাতে পাহাড়ের নীরবতা ও পূর্ণিমার চাঁদের আলোয় ভেজা মেঘের ছোঁয়ায় এ পাড়া হয়ে উঠে এক স্বপ্নিল জায়গা। সাজেকের প্রকৃতি উপভোগের সেরা অভিজ্ঞতা পেতে রুইলুই পাড়াই হতে পারে আপনার প্রথম পছন্দ।

 

Share

Your Travel Journey Starts Here

Sign up and we'll send the best deals to you