শিমুল বাগান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান। যাদুকাটা নদীর তীরে প্রায় ১০০ বিঘা জমিজুড়ে বিস্তৃত এই বাগান বসন্তকালে এক অভূতপূর্ব রূপ ধারণ করে। ফাল্গুন-চৈত্র মাসে হাজারো শিমুল গাছে লাল ফুলে ফুলে ঢেকে যায় পুরো এলাকা, যা পর্যটক, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এক মোহময় দৃশ্যের জন্ম দেয়। ভারতের মেঘালয় পাহাড়কে পেছনে রেখে নদী আর শিমুলে ঘেরা এই স্থান যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রকর্ম।
২০০২ সালে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন নিজ উদ্যোগে প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন, যা আজ পরিণত হয়েছে দেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটনস্থলে। বসন্তের বিকেলে রক্তিম পাপড়িতে ঢাকা এই বাগান প্রেম ও রূপের এক অপূর্ব মিলনস্থল। ওপারে মেঘালয়, মাঝখানে যাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান — এই ত্রিবেণী মিলন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
Interdum et malesuada fames ac ante ipsum